গুগলে সার্চ করার কিছু টিপস
গুগলে সার্চ করার কিছু টিপস |
ট্রিক ১ :-কোন ইংরেজি শব্দের অর্থ জানা প্রয়োজন , অথবা সেটা সম্পর্কে বিস্তারিত জানতে চান ??
তাহলে গুগলে টাইপ করুণ Define তারপর একটা স্পেস দিয়ে শব্দটি লিখে এন্টার প্রেস করুণ ..Example : [ ১ নং চিত্র ] ধরুণ আপনি Love শব্দটির সম্পর্কে জানতে চান , আপনাকে টাইপ করতে হবে Define Love ..
১ নং চিত্রের “x” চিহ্নের উপর ক্লিক করে আরো বিস্তারিত অনেক কিছু পাবেন ..
#ট্রিক ২ :- কোন নির্দিষ্ট
ওয়েবসাইটে/হোস্ট/ডোমেইনে কিছু খুজতে চান ?? তাহলে গুগলের সার্চ বক্সে আপনার
প্রয়োজনীয় জিনিসটির নাম লিখে একটা স্পেস দিয়ে লিখুন site : ওয়েবসাইটের নাম
..
Example : [ ২ নং চিত্র ] ধরুণ দরিদ্র.কম ওয়েবসাইটে আপনি একটা গান
খুজবেন .. তাহলে গুগলের সার্চবক্সে গানের নাম লিখে একটা স্পেস দিয়ে টাইপ
করতে হবে site:doridro . com ..ট্রিক ৩ :- নির্দিষ্ট ফরম্যাটের কোন কিছু সার্চ করা ..
কোন ফাইল/ইমেজ বা যাই হোক , আপনি নির্দিষ্ট কোন ফরম্যাটে চাইলে ফরম্যাটের নাম উল্লেখ করে সহজেই খুজে নিতে পারেন গুগল থেকে .. সার্চ বক্সে কাংখিত ফাইলের পর .mp3/.jpg/.mkv বা যে ফরম্যাট আপনার প্রয়োজন সেটা লিখে এন্টার প্রেস করলেই হবে ..
Example : [ ৩ নং চিত্র ]
ট্রিক ৪ :- মুদ্রার মান/মূল্য খোজা .. অনেক কাজে হঠাত করা জানার প্রয়োজন হলো , অমুক দেশের ডলার/ইউরো = বাংলাদেশের কত টাকা ?? তখন কি করবেন ??
গুগলের সার্চ বক্সে টাইপ করুণ , 1 Dollar/Euro/যে দেশের মুদ্রার মান জা্নতে চান = ? BDT এবং এন্টার প্রেস করুণ ..
Example : [৪ নং চিত্র ] ডলার এর মান একেক দেশে একেক রকম , তাই ডলার এর হিসেব করার সময় সেই দেশের নামটাও ঊল্লেখ করাটা প্রয়োজন , এমন অন্য কোন মুদ্রা যেগুলো বিভিন্ন দেশেই চলমান সেগুলোর মানের জন্য পাশে দেশের নাম উল্লেখ করে দেয়াটা ভালো ..
.
.
.
.
.
.
আজকে এই পর্যন্তই .. সামনে আরো কিছু ট্রিকস শেয়ার করবো .. ভালো থাকুন , সাথেই থাকুন ..
@Silent.Shakil
0 comments:
Thanks for your participation.
.
.
you will be come back again when you need any help.
.
@Silent.Shakil