"নীরব ভালোবাসা" --- A Silent Love Story"


 It's no one in the middle of the countrySilent love story of a boy and a girl ribarera. The boy refused to accept the traditional rules of her family. Naturally, the girl's family tried to convince her that the boy does not have much of a Bright Future, with her child
Mparka anything more than foolish not to keep. 

One day, the boy told the girl's family under pressure, "How deep is your love for me? You do something at least. Moreover, our relationship will not accept one." He did not find an answer. He is silent. She became angry and left. Still, he was a dreamer who dreams of the future, as some anjanada's Song, "the white-black janjale town filled with false words, your red-blue-my family." 

One day he decided to go abroad for higher-Studies. The moment before the girl says, "I may be very proficient in words, but I know that I love you so much. However, if you want your marriage to my family once I can see that. You have to spend forever with me are you willing? " 

She refuses to see his son-determination is firm. He explained to the girl's family had been agreed. Then they became engaged, and it was decided that the boy has been established, then returned home to be married. Then he goes out of the country. 

She started the job in an office. Meanwhile, the boy out of the country is busy with his research-work. Amid hundreds of phone and e-mail, but they love their sense of sharing as much as possible. 

One day she was in the office on his way to road-accident. He sees to sense that he understands that he is seriously injured and admitted to hospital. She sees her parents next to the bed. His mother continues to cry when she realized that it was understood that he has done away with his speech. According to the doctor, she described her life as the brain is silent. 

Once she came home to recover a bit. Meanwhile, he continued to call him several times but she did not have anything to say dumb. One day she left with a decision. Non-life conversations with the boy, and he does not want to get involved. 
As a result, she wrote in her letter is a lie that one day he will not be able to wait for the boy. She then sent a letter addressed to his son enajejamenta ring. Boy girl thousands of e-mail but no reply was that he did not. He received hundreds of phone calls, but she did not have no choice but to cry silently. 

One day, her family move to a new environment, and any other area, so she decided to have a little bit of this and is happy duhsmrti forgotten. 

She's the new environment, "Sign-Language" learn and start a new life. One day a couple of years later, one of her friends come up here and say that the girl he has been back in the country. She's his girlfriend at his request so that he may not know about this condition. A few days later she went to the girlfriend. 

One day, after more than a year to bring her girlfriend to her an invitation card. She opened the card to see that it's the boy's wedding invitation card. She was surprised to see his own name in place of the bride. She will want to know anything about this to his friend that he could see the boy standing in front of him. He then "Sign Language" to use her, "I've spent a year's time to learn sign language. Just to let you know that I've not forgotten our promise. Let me have the chance to be your voice. I Love You. " So he gives back the engagement ring to her lecture. A few years later, she got up laughing again. This is a silent love, silent smile.


posted by: I would like to pray?








In Bangla.....................
এটা একটা বাংলাদেশের কোন এক মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে ও একটি মেয়ের নীরব প্রেমের গল্প। মেয়ের পরিবার চিরাচরিত নিয়মে ছেলেটাকে গ্রহন করতে অস্বীকৃতি জানায়। স্বাভাবিকভাবেই মেয়ের পরিবার মেয়েটাকে বুঝানোর চেষ্টা করে যে ছেলেটার খুব একটা ব্রাইট ফিউচার নেই, তার সাথে স
ম্পর্ক রাখাটা বোকামি ছাড়া আর কিছু না।

পরিবারের চাপে পড়ে একদিন মেয়েটা ছেলেটাকে বলে, "আমার প্রতি তোমার ভালোবাসা কতটা গভীর? তুমি একটা কিছু অন্তত করো। তাছাড়া আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না।" ছেলেটা কোন উত্তর খুঁজে পায় না। সে চুপ করে থাকে। মেয়েটা রাগ হয়ে চলে যায়। তারপরেও স্বপ্নবিলাসী ছেলেটা তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখে, কিছুটা অন্জন'দা এর গানের মতো, "সাদা-কালো এই জন্জালে ভরা মিথ্যে কথার শহরে, তোমার-আমার লাল-নীল সংসার।"

ছেলেটা একদিন হায়ার-স্টাডিসের জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগ-মুহূর্তে সে মেয়েটাকে বলে, "আমি হয়তো কথায় খুব একটা পারদর্শী না, কিন্তু আমি জানি যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপরেও তুমি যদি চাও, তোমার-আমার বিয়ের কথা আমি তোমার পরিবারকে একবার বলে দেখতে পারি। তুমি কি আমার সাথে সারাজীবন কাটাতে রাজি আছ?" 

মেয়েটা ছেলের দৃঢ়-সংকল্প দেখে রাজি হয়। ছেলেটা মেয়ের পরিবারকে অনেক বুঝিয়ে রাজি করে ফেলে। তারপর তাদের এনগেজমেন্ট হয়ে যায় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে ছেলে প্রতিষ্ঠিত হয়ে দেশে ফিরলে তারপর তাদের বিয়ে হবে। এরপর ছেলেটা চলে যায় দেশের বাইরে।

মেয়েটা একটা অফিসে জব করা শুরু করে দেয়। এদিকে ছেলেটাও তার রিসার্চ-ওয়ার্ক নিয়ে দেশের বাইরে ব্যস্ত। তারপরেও তারা শত ব্যস্ততার মাঝেও ফোন আর ই-মেইলের মাধ্যমে তাদের ভালোবাসার অনুভূতি যতটা সম্ভব আদান-প্রদান করে।

একদিন মেয়েটা অফিসে যাওয়ার পথে রোড-অ্যাক্সিডেন্ট করে। সেন্স ফিরে সে দেখতে পায় যে সে হাসপাতালে ভর্তি এবং বুঝতে পারে যে সে মারাত্মকভাবে আহত। তার বাবা-মাকে বিছানার পাশে দেখতে পায় সে। তার মা কান্না করতেছে তা বুঝতে পেরে যখন মেয়েটা কথা বলতে যায় তখন সে বুঝতে পারে যে তার বাকশক্তি লোপ পেয়েছে। ডাক্তারের ভাষ্যমতে মেয়েটা তার ব্রেনে আঘাত পাওয়ায় আজীবনের মতো বোবা হয়ে গেছে।

একসময় মেয়েটা খানিকটা সুস্থ হয়ে বাসায় চলে আসে। এদিকে ছেলেটা তাকে বার বার ফোন করতে থাকে কিন্তু মেয়েটা বোবা বলে তার করার কিছুই থাকে না। মেয়েটা একদিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে তার কথোপোকথন-হীন এই জীবনের সাথে ছেলেটাকে আর জড়াতে চায় না। 
তার ফলশ্রুতিতে সে একদিন একটা মিথ্যা চিঠিতে লেখে যে সে আর ছেলেটার জন্য অপেক্ষা করতে পারবে না। তারপর মেয়েটা চিঠির সাথে তার এনজেজমেন্ট রিং ছেলেটার ঠিকানায় পাঠিয়ে দেয়। ছেলেটা মেয়েটাকে হাজার-হাজার ই-মেইল করে কিন্তু তার কোন রিপ্লাই সে পায় না। ছেলেটা শত-শত বার ফোন করে কিন্তু মেয়েটার ফোন রিসিভ না করে নীরবে কান্না করা ছাড়া আর কোন উপায় থাকে না।

একদিন মেয়েটার পরিবার বাসা বদল করে অন্য কোন এলাকায় নতুন কোন একটা পরিবেশে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে করে মেয়েটা কিছুটা হলেও এই দুঃস্মৃতী ভূলে যায় এবং সুখে থাকে। 

নতুন পরিবেশে মেয়েটা "সাইন-ল্যাংগুয়েজ" শেখে এবং নতুন জীবন শুরু করে। বছর দুয়েক পর একদিন মেয়েটার এক বান্ধবী এখানে চলে আসে এবং মেয়েটাকে বলে যে ছেলেটা দেশে ব্যাক করেছে। মেয়েটা তার বান্ধবীকে রিকুয়েস্ট করে যাতে ছেলেটা কোনভাবেই যেন তার এই অবস্থার কথা জানতে না পারে। তারপর কয়েকদিন পর মেয়েটার বান্ধবী চলে যায়। 

আরো এক বছর পর আবার একদিন মেয়েটার বান্ধবী মেয়েটার কাছে একটা ইনভাইটেশন কার্ড নিয়ে চলে আসে। মেয়েটা কার্ড খুলে দেখতে পায় যে এটা ছেলেটার বিয়ের ইনভাইটেশন কার্ড। মেয়েটা অবাক হয়ে যায় যখন পাত্রীর জায়গায় তার নিজের নাম দেখতে পায়। মেয়েটা যখন তার বান্ধবীর কাছে এ সম্পর্কে কিছু জানতে চাইবে তখন সে দেখতে পায় যে ছেলেটা তার সামনে দাঁড়িয়ে। ছেলেটা তখন "সাইন ল্যাংগুয়েজ" ব্যবহার করে মেয়েটাকে বলে, "আমি একটি বছর সময় সাইন ভাষা শিখতে অতিবাহিত করেছি. শুধু আপনি কি জানেন যে আমি আমাদের প্রতিশ্রুতি বিস্মৃত না করে থাকেন যাক. আমাকে তোমার কন্ঠ হতে সুযোগ আছে. আমি তোমায় ভালোবাসি." এই বলে ছেলেটা আবার সেই এনগেজমেন্ট রিং মেয়েটাকে পড়িয়ে দেয়। কয়েক বছর পর মেয়েটা আবার হেসে উঠে। এ যেন এক নীরব ভালোবাসার নীরব হাসি।


posted by:  চাই তোমায় প্রার্থনায় ?


©Silent.Shakil

0 comments:

Thanks for your participation.
.
.
you will be come back again when you need any help.
.

@Silent.Shakil

Date: Time:Browser Info: Your Public Ip:

Disqus Shortname

Random Posts


Date:


Month:


Year:






Time since your birth:


In Months:


In Days:


In Hours:


In Minutes:


Your Next Birthday:





Recent Posts